ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র
উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত নারী -পু্রুষ বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজীয় স্বাস্থ্য সেবা প্রদানকরা হয় ।
* ডায়রিয়া রোগীদের জন্য ও আর এস সরবরাহ করা হয় ।
* হাসপাতালে আগত রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন ট্যাবলৈট সরবরাহ করা হয় ।
* জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্ণা রোগীদের কফ পরীক্ষার জন্য কফ কালেকশন করা হয়এবং যক্ষ্ণাকুষ্ঠরোগীদের বিনা মূল্যে ঔষধ সরবরাহ করা হয় ।
* উপ- স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য ,পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য চিকিৎসা দেয়া হয় ।
* উপ- স্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর - কিশরী ও সÿম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকার্যক্রম পরিচালনা করা হয়।
প্রয়োজনে রোগ কে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয় ।
* আগত রোগী ও তাদের আত্নীয় স্বজনগণ স্বাস্থ্য সেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিস্ট চিকিৎসকদের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন ।
* উপ- স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।সরবরাহ সাপেক্ষে ঔষধ সমুহ সেবা কেন্দ্র হতে বিনা মূল্যে প্রদান করা হয়। তবেচিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহীতাকে ক্রয় করতে হতে পারে ।
* বোর্ডে মজুদ ঔষধের তালিকা ,প্রদানকৃত সেবা সমূহের তালিকা , সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা টানানো আছে ।
* সেবা গ্রহীতার কর্তব্যঃ
সেবা প্রদানকারী সেবা গ্রহীতার নিকট হতে সৌজন্য মূলক আচরণ প্রাপ্তির অধিকার রাখে ।
জনশক্তিঃ
ক্রমিক নং | নাম | পদবী | মোবাইল নং |
১ | মো. আব্দুল মতিন সরকার | উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার | ০১৭১২৬৪০৭৫৩ |
২ | মো. মাইনুল হক | ফার্মাশিষ্ট | -০১৭১২৭৬৬৬১৮ |
বামনডাঙ্গা উপ-স্বাস্থ্য কেন্দ্র ,
সুন্দরগঞ্জ, গাইবান্ধা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস